‘গুয়াগাছিয়া ইউনিয়নে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের কথা ভাবা হচ্ছে’
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্বরাষ্ট উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ফটো
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন চারদিকে মেঘনা নদী বেষ্টিত। সেই ইউনিয়নের বাসিন্দারা একটি দস্যুবাহিনীর কাছে জিম্মি। দস্যুবাহিনীর কাছ থেকে বাসিন্দাদের রক্ষা করতে সেখানে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের কথা ভাবা হচ্ছে।”
শুক্রবার (১৭ জানুয়ারি) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খোঁজ নিয়ে এই দস্যুবাহিনীর কথা জানতে পেরেছেন তিনি। গুয়াগাছিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি ও রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রমুখ।
ঢাকা/রতন/মাসুদ