ঢাকা     বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৩ ১৪৩১

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোপালগঞ্জে দোয়া

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৪৯, ১৮ জানুয়ারি ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোপালগঞ্জে দোয়া

গোপালগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের গেটপাড়ার জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনো, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কেএম হামিদুর রহমান দুলাল, বিএনপি নেতা রুনু দাড়িয়া, সাবেক যুবদল নেতা মো. লিটন, আশরাফ আলী মুন্সী, মো. তারিকুল ইসলাম সরদারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দোয়া করা হয়। 

এ সময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসবেন। তার সাথে তার বড় ছেলে তারেক রহমানও ফিরবেন। তার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ফের ক্ষমতায় যাবে এবং দেশ ও মানুষের জন্য কাজ করবেন।

ঢাকা/বাদল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়