ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে তাঁতী দলের মতবিনিময় সভা

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৮ জানুয়ারি ২০২৫  
বরিশালে তাঁতী দলের মতবিনিময় সভা

জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল দক্ষিণ জেলার মতবিনিময় সভা

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও— স্লোগানে জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল দক্ষিণ জেলার মতবিনিময় সভা করেছে। এ উপলক্ষে শহরের অশ্বিনী কুমার হলের সামনে শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে মতবিনিময় সভার সূচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের সূচনা পর্বের পর নগরীতে শোভাযাত্রা বের করা হয়। তারা ফের অশ্বিনী কুমার হলে এসে সভায় অংশ নেয়। এখানে নেতারা বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফায় দেশের জনগণের চাহিদার কথা তুলে ধরা হয়েছে। আমরা এই মতবিনিময় সভার মধ্য দিয়ে তা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দিতে চাই। যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে জাতীয়তাবাদী দল কী চাচ্ছে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে তাদের জন্য কতটা উপযোগী হবে।’’

আরো পড়ুন:

এস এম মাইনুল হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়