সেফটিক ট্যাংকে যুবকের মরদেহ
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঝিনাইদহে একটি বাড়ির পেছনের সেফটিক ট্যাংক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বাধপুকুরিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়। ওই যুবক গত সাতদিন ধরে নিখোঁজ ছিলেন।
এলাকাবাসী জানান, বাধপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে রুবেল হোসেন গত ১১ জানুয়ারি রাত ৯টার পর বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। তার সন্ধানে পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ গ্রামের একটি বাড়ির পেছনে সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। সেখানে কাজ করা শ্রমিকরা সেফটিক ট্যাংকের ঢাকনা খুলে রুবেলের মৃতদেহ দেখতে পায়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “পুলিশে মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ