দুই তরুণী ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামি কারাগারে
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

পারভেজ মিয়া
হবিগঞ্জের নবীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি পারভেজ মিয়াকে (২১) কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৮ জানুয়ারি) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত তাকে করাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পারভেজ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি চালিত অটোরিকশার চালক।
পুলিশ জানায়, রাজধানী ঢাকায় গৃহকর্মীর কাজ করা দুই মেয়ে (চাচাতো বোন) গত ১৫ জানুয়ারি রাত ১২টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে এসে গাড়ি থেকে নামেন। সেখান থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে তারা নবীগঞ্জের কোনাগাঁও এলাকায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশা চালক তাদের উল্টোপথে খোয়াই নদীর বাঁধে নিয়ে যান। সেখানে চারজন মিলে দুই মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং তাদের কাছে থাকা টাকা নিয়ে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীরা চুনারুঘাট থানায় গিয়ে ঘটনা জানালে পুলিশ অভিযান শুরু করে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে পারভেজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বলেন, “ধর্ষণের শিকার মেয়েরা পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
ঢাকা/মামুন/মাসুদ