ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪৮, ১৮ জানুয়ারি ২০২৫

ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংরি নামক স্থানে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোলায়মান ফকির (২২) নিহত হয়েছে। একই মোটর সাইকেলে থাকা একজন গুরুতর আহত হয়েছে।
নিহত সোলায়মান ফকির ঝালকাঠির সদর উপজেলার কেওরা ইউনিয়নের সারেংগল গ্রামের মৃত আবুল ফকিরের ছেলে। তিনি কৃষি ব্যাংকে চাকরি করতেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘাতক ট্রাক ও চালককে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/অলোক/বকুল