ঢাকা     মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১

লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ১৮ জানুয়ারি ২০২৫  
লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

লক্ষ্মীপুরে যুবদল নেতা জাকির হোসেনের (৩৫) ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরিকপুর এলাকায় ঘটনাটি ঘটে। 

আহত জাকির হোসেন ভাঙ্গা খা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি। 

আরো পড়ুন:

এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের জাকির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন, কবির হোসেন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিঠুর বিরোধ দীর্ঘদিনের। আজ রাতে স্থানীয় মিরিকপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাচ্ছিলেন জাকির। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন গতিরোধ করে তার ওপর হামলা চালায়। পরে জাকিরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবীর স্বপন বলেন, “হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়