ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে জেলা পরিষদের ২০ প্রকল্পে দুর্নীতি, অনুসন্ধানে দুদক

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০৫, ১৯ জানুয়ারি ২০২৫
শরীয়তপুরে জেলা পরিষদের ২০ প্রকল্পে দুর্নীতি, অনুসন্ধানে দুদক

জেলা পরিষদের কার্যালয়ে দুদকের অভিযান

শরীয়তপুর জেলা পরিষদের ৭ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ২০টি প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রবিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের কার্যালয়ে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন:

দুদক কর্মকর্তা জানান, শরীয়তপুর জেলা পরিষদ কার্যালয়ের ৭ জন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ২০টি প্রকল্পে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পায় দুদক। রবিবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পায়। সখিপুরে ডাক বাংলো নির্মাণ না করে ৫০ লাখ টাকা আত্মসাৎ ও পুনরায় ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া, নামেমাত্র গাছ লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় জেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, অন্যান্য কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, শরীয়তপুর জেলা পরিষদের ৭ জন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ২০টি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তারা বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন।
 

ঢাকা/আকাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়