ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, বিজিবির হাতে আটক

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:১৯, ১৯ জানুয়ারি ২০২৫
প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, বিজিবির হাতে আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক তিন ভারতীয়

সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধূ। উদ্দেশ্য ছিল বিয়ে করে বাংলাদেশেই সংসার পাতবেন তারা। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে বিজিবি। 

দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রেমিকের সহযোগীসহ বিজিবির সদস্যদের হাতে আটক হয়েছেন ভারতীয় ওই গৃহবধূ।

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা এদিন সন্ধ্যায় বাংলাদেশি সহযোগীসহ আটক দুই ভারতীয় নাগরিককে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন। 

আটককৃতরা হলেন- ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)। 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশীসহ তিন জনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের হয়েছে।

ঢাকা/বাদশাহ্/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়