ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজিবির অভিযানে ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার 

পঞ্চগড প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৯ জানুয়ারি ২০২৫  
বিজিবির অভিযানে ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকা মূল্যে হেরোইন উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। 

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শালবাহান রোডের ডাহুক কমলা বাগান এলাকায় বাংলাবান্ধা-পঞ্চগড়গামী এসআর পরিবহণের যাত্রীবাহী বাসে তল্লাশি করে এ সব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন:

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা অভিযান চালায়। অভিযানে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। বাসের ভেতর থেকে মালিকবিহীন ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ মাদকের দাম ২০ লাখ ৭৪ হাজার টাকা।

উদ্ধারকৃত হেরোইন তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/নাঈম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়