ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রকে যৌন নির্যাতন, বহিষ্কৃত সেই বিএনপি নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৩৪, ২০ জানুয়ারি ২০২৫
স্কুলছাত্রকে যৌন নির্যাতন, বহিষ্কৃত সেই বিএনপি নেতা গ্রেপ্তার

জুয়েল রানা

স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২০ জানুয়ারি) সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল দুপুরে সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বহিষ্কৃত বিএনপি নেতা জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চর-সলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপঙ্কর ঘোষ বলেন, ‘‘চৌহালী থানায় দায়ের হওয়া স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় জুয়েল রানাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘‘মামলার পর থেকেই জুয়েল রানা পলাতক ছিলেন। গতকাল র‌্যাব তাকে গ্রেপ্তারের পর থানায় পাঠিয়েছিল। আমরা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছি।’’

মামলা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে যৌন নির্যাতন করেন জুয়েল রানা। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রথমে জুয়েল রানাকে শোকজ ও পরে দল থেকে বহিষ্কার করা হয়।

ঢাকা/রাসেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়