ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা মামলায় ৩ সাংবাদিক খালাস

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২০ জানুয়ারি ২০২৫  
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা মামলায় ৩ সাংবাদিক খালাস

সাংবাদিক তানভীর হাসান তানু

ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কমের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রংপুর জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন এ রায় দেন। একই মামলায় আরো দুই সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটু ও রহিম শুভকেও খালাস দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

আসামি পক্ষের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান ও রংপুর জজ কোর্টের আইনজীবী ফাহিম আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।

আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান বলেন, ‘‘আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তথ্য ও প্রমাণ হাজির করতে না পারায় তাদের খালাস দিয়েছেন আদালত। আমরা এ রায়ে খুশী। কারণ ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা যেন সত্য তুলে ধরতে না পারে, তাদের কলম থামাতে এ আইনের অপব্যবহার করা হয়েছে।’’

এ মামলায় সাংবাদিক তানু‌কে গ্রেপ্তার করা হ‌লে দেশের সাংবা‌দিকেরা প্রতিবাদ জানান। প‌রে ২০ ঘণ্টার ব্যবধানে তাকে জা‌মিন দেন আদালত।

ঢাকা/হিমেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়