টুঙ্গিপাড়া ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

অব্যাহতি পাওয়া টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. সোহান মোল্লা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. সোহান মোল্লাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
পত্রে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ জেলাধীন টুঙ্গিপাড়া উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. সোহান মোল্লাকে সংগঠন বিরোধী কর্মকাণ্ড করার জন্য যুগ্ম-আহ্বায়কের পদ থেকে অব্যহতি প্রদান করা হইল।
পত্রে আরো বলা হয়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সব পর্যায়ের নেতৃবৃন্দকে যুগ্ম আহ্বায়ক মো. সোহান মোল্লার সঙ্গে সাংগঠনিক কোনো কর্মকাণ্ড না করার জন্য অনুরোধ করা হইল।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যে কারণে সোহান মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। আমাদের একটাই কথা, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কারো স্থান ছাত্রদলে হবে না।”
এর আগে, আজ ভোরের দিকে উপজেলার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ মো. সোহান মোল্লাকে গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে, টুঙ্গিপাড়া থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ঢাকা/বাদল/মাসুদ