ঢাকা     বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ৩০ ১৪৩১

শিবচরে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা: আসামিদের গ্রেপ্তার দাবি

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ২১ জানুয়ারি ২০২৫  
শিবচরে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা: আসামিদের গ্রেপ্তার দাবি

মাদারীপুরের শিবচর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও সহপাঠীরা। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বাবলাতলা বাজারে এ মানববন্ধন করা হয়। এ সময় আসামিদের গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসী। নিহত স্কুলছাত্রী উপজেলার কাইমউদ্দিন হাজির কান্দি গ্রামের বাসিন্দা।

একই গ্রামের আবুল কালাম সরদারের ছেলে পেয়ার হোসেনের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ৭ম শ্রেণির ওই শিক্ষার্থী। এলাকায় বিচার না পেযে গত ২ জানুয়ারি নিজের বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আরো পড়ুন:

এ ঘটনায় ওই দিন নিহতের বড় ভাই বাদী হয়ে শিবচর থানায় ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় পিয়ার হোসেনকে প্রধান করে ১১ জনকে আসামি করা হয়।

এ বিষয় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘‘আমি থানায় নতুন যোগ দিয়েছি। মামলা হলে অবশ্যই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর থাকবে।’’
 

ঢাকা/বেলাল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়