ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে মধ্যরাতের আগুনে পুড়ল চার দোকান 

রাঙামাটি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২৩ জানুয়ারি ২০২৫  
রাঙামাটিতে মধ্যরাতের আগুনে পুড়ল চার দোকান 

বুধবার মধ্যরাতে রাঙামাটি শহরের তবলছড়ি কালী মন্দিরের সামনে পুড়েছে চার দোকান

রাঙামাটি শহরের তবলছড়িতে মধ্যরাতে লাগা আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিকরা।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় তবলছড়ির কালী মন্দিরের সামনে এক দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, “মধ্যরাতে দেখি, দোকানগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা আগুন নেভাতে চেষ্টা করি। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।” 

এক দোকানের মালিক মিঠু দাশ বলেন, “রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। মধ্যরাতে লোকজন আমাকে খবর দিলে দোকানে এসে দেখি, পুরো দোকানে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে আমার সব শেষ হয়ে গেছে।” 

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আনছার বলেন, “রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

ঢাকা/শংকর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়