ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস খাদে পড়ে পথচারী নিহত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:২৩, ২৪ জানুয়ারি ২০২৫
নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস খাদে পড়ে পথচারী নিহত 

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বাসে থাকা ৬ জন শিক্ষার্থী। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার মিঠাছড়া বাজারের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মো. জিয়াউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের শিক্ষার্থীরা রাঙামাটি ও কক্সবাজারে পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকালে বাসটি মিরসরাই মিঠাছড়া বাজারের কাছে পৌঁছালে এক পথচারী সড়কের মাঝখানে চলে আসায় চালক তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে চাপা পড়ে অজ্ঞাত পরিচয় পথচারী নিহত হন। আহত হয় বাসের চালকসহ ৬ জন শিক্ষার্থী। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলে বলে পুলিশ জানিয়েছে। 

ঢাকা/রেজাউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়