ঢাকা     বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৯ ১৪৩১

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ১২

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০৬, ২৪ জানুয়ারি ২০২৫
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ১২

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক তিনটি দুর্ঘটনার কবলে পড়েছে যানবাহন। এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় ঢাকামুখী ও মাওয়ামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনায় বাস, প্রাইভেটকারসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, শুক্রবার ভোররাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে এক্সপ্রেসওয়ে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছিলো যানবাহনগুলো। ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ২টি ও মাওয়ামুখী লেনে ১টি দুর্ঘটনা ঘটে। 

তিনি আরো জানান, পেছন থেকে একটি বাস অপর বাসকে এবং প্রাইভেটকারকে ধাক্কা দিলে এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ১২ জন। তাদের উদ্ধার ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

ঢাকা/রতন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়