ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত থেকে মাদক এনে বিভিন্ন জেলায় বিক্রি করতেন জুয়েল

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৪ জানুয়ারি ২০২৫  
ভারত থেকে মাদক এনে বিভিন্ন জেলায় বিক্রি করতেন জুয়েল

মাদকসহ গতকাল সন্ধ্যায় জুবায়েন হোসেন জুয়েলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ

ভারত থেকে সরাসরি মাদকদ্রব্য ফেনসিডিল এনে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করতেন জুবায়েন হোসেন জুয়েল (৪০)। সাভারের একটি ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবার করছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের আলমনগরস্থ সুগন্ধা হাউজিং এলাকা থেকে ১ হাজার ৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের একটি দল। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃত জুয়েল বরগুনা জেলার আমতলী থানার আটারগাছিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি আলমনগর সুগন্ধা হাউজিংয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। 

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল এনে ঢাকাসহ আশেপাশের জেলায় বিক্রি করতেন জুয়েল। সিডিএমএস পর্যালোচনা করে দেখা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

ঢাকা/সাব্বির/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়