গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়ি ডাকাতির অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ব্যবসায়ী মো. কালাম শেখের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যবসায়ী মো. কালাম শেখের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। কালাম শেখের দাবি, ডাকাতরা নগদ এক লক্ষ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, এটি ডাকাতি নয়, চুরির ঘটনা।
ব্যবসায়ী মো. কালাম শেখ জানান, রাত ২টার দিকে সাত থেকে আট জনের মুখোশ পরা একদল সস্বস্ত্র ডাকাত বাড়ির ভিতরে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে নগদ এক লক্ষ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে।
ঘটনার খবর শুনে মুকসুদপুর সার্কেল এএসপি আবদুল বাছেদ ও কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউদ্দিন খান বলেন, “এটি ডাকাতির ঘটনা নয়, চুরি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে।”
ঢাকা/বাদল/এস