ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, ছাত্রদল নেতা নিহত

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১০:৫৬, ২৫ জানুয়ারি ২০২৫
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, ছাত্রদল নেতা নিহত

যশোরের ঝিকরগাছায় প্রাইভেটকার দুর্ঘটনায় সাকিব হোসেন (২৭) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃর্তিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব যশোর জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা পৌর শহরের মোবারকপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ফাহিম বিশ্বাস (২৬) নামে আরো এক যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব ও ফাহিম প্রাইভেটকারযোগে যশোর থেকে ঝিকরগাছার উদ্দেশে ফিরছিলেন। কৃর্তিপুর মোড় এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাকিবের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ফাহিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘‘দুর্ঘটনা প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়