ঢাকা     শুক্রবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১ ১৪৩১

পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারীর মাহফিল আজ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:০৪, ২৫ জানুয়ারি ২০২৫
পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারীর মাহফিল আজ

প্রথমবারের মতো পটুয়াখালী আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তার আগমন উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ১০টি মাঠ। পুরো শহর সাজানো হয়েছে নতুন সাজে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পৌর শহরের পুলিশ লাইন্স অথবা শহীদ আবুল হোসেন স্টেডিয়াম মাঠে নামবেন তিনি। সন্ধ্যায় পৌর শহরের শহীদ মিনার মাঠে তার আলোচনার কথা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ধর্মপ্রাণ মুসলমান ও তার ভক্তরা মাঠে আসতে শুরু করেছেন। অনেকে গতকাল চলে এসেছেন। আয়োজক কমিটির ধারণা, মাহফিলে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।

এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, ‘‘ইতিমধ্যে আমদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। শৃঙ্খলা রক্ষায় এক হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। আশা করছি, সবার সহযোগিতায় মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হবে।’’

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘‘অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। এছাড়া, যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করবেন।’’

ঢাকা/ইমরান/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়