‘দেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মাওলানা রফিকুল ইসলাম খান
দেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘‘বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আগামী দিনের বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। যে রাষ্ট্র কারো প্রভুত্ব মেনে নেবে না।’’
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে নিমগাছী ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘‘বিগত ১৫ বছরে আওয়ামী আমলে ২ কোটি ভুয়া ভোটার করা হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করছে। এ জোড়াতালির ভোটার তালিকা দিয়ে নির্বাচন হবে না। নতুন করে ভোটার তালিকা করে ফ্রি, ফেয়ার ইলেকশন দিতে হবে।’’
তিনি আরো বলেন, ‘‘মানুষ জীবন দিযেছে নতুন করে ফ্যাসিবাদী শাসন দেখার জন্য নয়। ২০০৮ সালে ছিল সাজানো নির্বাচন, ২০১৪ বিনা ভোটে, ২০১৮ রাতের ভোটে এবং ২০২৪ সালে ডামি নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।’’
‘‘সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ’’— দেশজুড়ে এ আওয়াজ উঠেছে মন্তব্য করে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘‘জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সন্মানিত হবে। অমুসলিমরা সবেচেয়ে ভালো থাকবে। ইসলামী সরকার তাদের জানমালের নিরাপত্তা দেবে।’’
তিনি বলেন, ‘‘‘যেনতেন নির্বাচনের জন্য মানুষ জীবন দেয় নাই। হাজার হাজার মানুষ পঙ্গু হয় নাই। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে অবাধ, সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংস্কার শেষে কবে নির্বাচন হবে, তার একটা স্পষ্ট রোডম্যাপ দিতে হবে। তবে সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না।’’
রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলী মূর্তজার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।
ঢাকা/রাসেল/বকুল