ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অতীতকে স্মরণ রাখলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: আযাদ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ২৫ জানুয়ারি ২০২৫  
অতীতকে স্মরণ রাখলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “দেশে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যদি অতীত ইতিহাসকে না ভুলে স্মরণ রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র এ দেশে কার্যকর হতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যারা অতীত ভুলেছে, ইতিহাস ভুলেছে তাদের ওপর ফ্যাসিবাদ পুনরায় ফিরে এসেছে।”

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাতক্ষীরার মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কথা ভুলিনি, রক্তের দাগ এখনো শুকায়নি, মা-বোনদের আত্মচিৎকার থামেনি, আমাদের শহীদদের কবরের মাটি শুকায়নি, আহতদের হাসপাতালে কাতরানো বন্ধ হয়নি, আমরাও ফ্যাসিবাদের ইতিহাস ভুলিনি। সুতরাং, এ দেশে আবারো ফ্যাসিবাদ আসবে যারা এমন আশা করেন তারা স্বপ্ন দেখছেন। বাংলাদেশের মানুষ সবসময় সজাগ ও সচেতন। ফ্যাসিবাদ থেকে জাতি মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই যাত্রায় নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।”

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। 

এ সময় অন্যদের মধ্যে সাতক্ষীরা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, অধ্যাপক গাজী সুজাআত আলি, প্রফেসর ওবায়দুল্লাহ, প্রফেসর ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, অফিস সেক্রেটারি রুহুল আমিন ও শহর আমির জাহিদুল ইসলাম।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়