ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ২৯ জানুয়ারি ২০২৫  
নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

কাপাসিয়ায় নিখোঁজের একদিন পর সাফাত (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে মধ্যপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু সাফাত কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর এলাকার সোহাগ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে কাপাসিয়া মধ্যপাড়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় সাফাত। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় জানানো হয়। পরে বুধবার সকালে শীতলক্ষ্যা নদীর পাড়ের একটি জঙ্গল থেকে বস্তাবন্দি অবস্থায় সিফাতের মরদেহ উদ্ধার করা হয়‌।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। 

তিনি জানান, একটি শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঢাকা/রফিক/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়