ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৯ জানুয়ারি ২০২৫  
রংপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নজির হোসেন (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মাহেন্দ্রচালক আমিনুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ডের অদূরে পল্লীবিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নজির হোসেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিআসাম গ্রামের মৃত নেসাব উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। আর আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম রংপুর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারি গ্রামের সামাদ আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও কাউনিয়া থানার এসআই রতন কুণ্ড জানান, সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের তিস্তা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে নজির হোসেন নামে এক যাত্রী নিহত হন। আহত মাহেন্দ্রচালক আমিনুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নিহত নজির হোসেনের সুরতহাল সম্পন্ন শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা/আমিরুল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়