ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেবাগ্রহীতারা যেন হয়রানির শিকার না হন: মন্ত্রিপরিষদ সচিব

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১ ফেব্রুয়ারি ২০২৫  
সেবাগ্রহীতারা যেন হয়রানির শিকার না হন: মন্ত্রিপরিষদ সচিব

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার বিকেলে মতবিনিময় সভায় যোগদেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ বলেছেন, “জনগণকে সেবা দিতে সরকারি কর্মচারিদের সদা প্রস্তুত থাকতে হবে। খেয়াল রাখতে হবে, যেন সেবাগ্রহীতারা হয়রানির শিকার না হন।”

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন- জনগণের ট্যাক্সের টাকায় তাদের জীবিকা চলে। সুতরাং সরকারি সেবা গ্রহীতাদের সঙ্গে তাদের সর্বোচ্চ ভালো ব্যবহার করতে হবে। তিনি এসময় সাতক্ষীরার শিক্ষা ক্ষেত্রের মান উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

ঢাকা/শাহীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়