ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানে ছাত্রীদের নাচ, তদন্তে কমিটি

ফরিদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৫
ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানে ছাত্রীদের নাচ, তদন্তে কমিটি

ক্রীড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী গানে ছাত্রীদের নাচ। ছবি: ভিডিও থেকে নেওয়া।

ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার গান ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানটির সাথে ছাত্রীদের নেচে-গেয়ে উল্লাসের ভিডিও ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে  জেলাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে। 

গত রোববার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ে ২০ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হলেও গতকাল শনিবার সেটি প্রকাশ্যে আসে। এ বিষয়ে খতিয়ে দেখতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের আজ রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, প্রতিযোগিতার দিনে অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছে একদল মেয়ে। আর অনুষ্ঠানের মাইকে বাজছে গান- “কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন, জয় বাংলা, জিতবে আবার নৌকা।”

 

প্রথমে ভিডিওটি এডিট বলে দাবি করা হলেও পরে জানা যায়, এটি ওই অনুষ্ঠানেরই ধারণ করা মুহূর্তের একটি অংশ বিশেষ। ঘটনার পাঁচদিন পরে আল আমীন রহমান নামে এক ব্যক্তি ভিডিওটি তার ভেরিফাই ফেসবুকে পোস্ট করেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি। 

এ ঘটনায় ভিডিও পোস্টকারী আল আমীন রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি তার ম্যাসেঞ্জারে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম বলেন, “ওইদিন দুপুরে টিফিনের সময় মেয়েরা স্কুলের মাঠে আনন্দ করছিলো। এ সময় মাইকে অন্য গান বাজছিলো। হঠাৎই তখন ওই গানটি মাইকে বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মাইকের ওই গানটি বন্ধ করে দেওয়া হয়। এটি অসাবধানতাবশত হয়ে গেছে। আসলে এটা ইচ্ছাকৃত নয়।” 

তিনি আরো বলেন, “ঘটনাটি সত্যি। তবে আমাদের প্রশ্ন, ওই ভিডিওটি ধারণ করলো কে আর সেটি প্রচারই বা কে করলো। এ বিষয়টি জানতে স্কুলের সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বাড়ৈকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আজ রোববারের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিবে। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।”

ঢাকা/তামিম/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়