ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত থেকে এলো ১৬ হাজার ৪০০ টন চাল

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৫  
ভারত থেকে এলো ১৬ হাজার ৪০০ টন চাল

উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে দুটি বাণিজ্যিক জাহাজ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে জাহাজ দুটি বন্দরে নোঙর করে।

ভারতের ধামরা বন্দর থেকে ৭ হাজার ৭০০ টন চাল নিয়ে আসা পানামা পতাকাবাহী জাহাজ ‘বিএমসি আলফা’ বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করেছে। আর থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজটি ৮ হাজার ৭০০ টন চাল নিয়ে ফেয়ারওয়ে বয়ায় অবস্থান করছে। 

আরো পড়ুন:

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজে আসা চালের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে খালাস কার্যক্রম শুরু হবে।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল বলেন, দাপ্তরিক প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে খালাস কার্যক্রম শুরু হবে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান জানান, এটি ভারত থেকে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা চালের দ্বিতীয় চালান। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) ভৌত পরীক্ষার জন্য আমদানি করা চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল (৩ ফেব্রুয়ারি) খালাস শুরু হবে।

তিনি আরো জানান, গত ২০ জানুয়ারি ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে ৫ হাজার ৭০০ টন চাল মোংলা বন্দরে আসে, যা এ দরপত্রের প্রথম চালান ছিল।

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়