ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে আ.লীগের লিফলেট বিতরণের চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ২ ফেব্রুয়ারি ২০২৫  
লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে আ.লীগের লিফলেট বিতরণের চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের নেতারা দলীয় স্লোগান দেন

লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষে কিছু ব্যক্তি লিফলেট বিতরণের চেষ্টা করেছেন। এসময় গণপিটুনি দিয়ে পরান চৌধুরী নামে একজনকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। 

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ঘটনাটি ঘটে বলে জানান লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. আব্দুল মোন্নাফ।

পুলিশ, আইনজীবী ও স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়। কয়েকজন জামিনে থাকা আসামিও আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা দিয়ে বের হয়ে আসামিরা আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

আরো পড়ুন:

আটক পরান চৌধুরী

একপর্যায়ে জামিনে থাকা আসামি সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী লিফলেট বিতরণের চেষ্টা করেন। এসময় উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে লক্ষ্মীপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ল’ইয়ার্স কাউন্সিলের আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করেন। 

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. আব্দুল মোন্নাফ বলেন, “আদালত প্রাঙ্গণে গণপিটুনি দিয়ে পরান চৌধুরী নামে একজনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়