ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫
বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাকের চালক-হেলপার নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর রেলগেটে এ ঘটনা ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন জয়পুরহাটগামী একটি পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় পুলিশ ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’

মমতাজুল হক আরো বলেন, ‘‘ঘটনার সময় রেলগেটে কোনো গেটম্যান ছিল না। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’’

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়