ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে বাসচাপায় ২ মোটরসাইকে‌ল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১০:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৫
টাঙ্গাইলে বাসচাপায় ২ মোটরসাইকে‌ল আরোহী নিহত

প্রতীকী চিত্র

টাঙ্গাইলের কা‌লিহাতীতে মহাসড়‌কে বাসের চাপায় রা‌কিব (২৮) ও রিজভী (৩০) নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছে।

নিহত রা‌কিব ও রিজভী টাঙ্গাইল সদর উপ‌জেলার নগর জল‌ফৈ এলাকার বাসিন্দা । 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ৮টার দি‌কে ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার চরভাবলার ৪ নম্বর ব্রিজের কা‌ছে এই দুর্ঘটনা ঘ‌টে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শেখ মোহাম্মদ রু‌বেল জানান, তারা দুইজন মোটরসাইকেল‌যো‌গে সেতুপূর্ব গি‌য়ে‌ছিল বেড়া‌তে। প‌রে তারা টাঙ্গাইলে যাওয়ার সময় মহাসড়‌কের চরভাবলা এলাকায় অজ্ঞাত প‌রিবহ‌নের ধাক্কায় ঘটনাস্থ‌লেই মারা যায়। তা‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় আনা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে। 

ঢাকা/কাওছার/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়