ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

সেন্টমার্টিনে ১২ হাজার ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫  
সেন্টমার্টিনে ১২ হাজার ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মুজিবুর রহমান (৫৩) নিজ বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করেছেন, যা পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে মধ্যরাত ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল অভিযান চালায়। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মুজিবুর রহমান। তবে, কোস্ট গার্ডের সদস্যরা তাকে আটকে ফেলেন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বস্তার ভেতরে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরো জানান, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দ করা মাদক টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/তারেকুর/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়