ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জের পর চুনারুঘাট ও মাধবপুরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫
হবিগঞ্জের পর চুনারুঘাট ও মাধবপুরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

তেলিয়াপাড়া চা-বাগানের স্মৃতিসৌধের সামনের শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বিনষ্ট করা হয়

হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুরে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। পৃথক পৃথক সময়ে ম্যুরালগুলো ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় থাকা শেখ মুজিবের ম্যুরাল এবং চুনারুঘাট উপজেলা শহরের শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলা হয়।  শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা-বাগানের স্মৃতিসৌধের সামনে শেখ মুজিবুর রহমানে ম্যুরাল ভেঙে ফেলা হয়।

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় থাকা শেখ মুজিবের ম্যুরাল ভাঙার প্রাক্কালে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসাইন নেতৃত্ব দেন।

এ সময় তিনি বলেন, “হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ বিভিন্ন চিহ্ন রয়েছে। এসব ম্যুরাল ও চিহ্ন অচিরেই ভেঙে ফেলতে হবে। এদেশের মাঠিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকতে পারবে না।” 

হবিগঞ্জ জেলা শহরের পর চুনারুঘাট উপজেলা শহরে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে মানচিত্রের ছবি টানিয়ে দেওয়া হয়। 

বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের শহীদ মিনারের পূর্বদিকে স্থাপিত ম্যুরাল ভেঙে ফেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এতে শত শত ছাত্রজনতা অংশ নেন।

তারপর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা-বাগানের স্মৃতিসৌধের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

এ সময় বৈষ্যম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক তারেক রহমান বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবারের অশুভ চিহ্ন বাংলার মাটি থেকে মুছে ফেলা হবে।”

ঢাকা/মামুন/টপু

সর্বশেষ

পাঠকপ্রিয়