শাহজাদপুরে আ.লীগ কার্যালয় গুড়িয়ে দিয়েছে জনতা
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়
ভেকু মেশিন দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের মুরালও ভেঙে ফেলা হয়েছে।
শনিবার ৮ (ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলা হয়েছিল। কিছু অংশ অবশিষ্ট ছিল, সেটা মধ্যরাতে ভেঙে ফেলা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দাড়িয়াপুর বাজারে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিাবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের প্রয়াত সাবেক সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের সিরাজগঞ্জ সদর উপজেলার পুনর্বাসন এলাকায় দুটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, লুটপাট করে বিক্ষুদ্ধ জনতা।
ঢাকা/রাসেল/বকুল