ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ৯ ফেব্রুয়ারি ২০২৫  
নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ আটক করে বলে জানান নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ।

আটক শিক্ষার্থীর নাম আতিকুর রহমান। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। বাবার নাম আবদুল খালেক।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মুসলিম ছাত্রাবাসের সামনের একটি চায়ের দোকানে বসে ছিলেন আতিকুর রহমান। কিছু শিক্ষার্থী তাকে সেখান থেকে মুসলিম ছাত্রাবাসে ধরে নিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা তার মোবাইল ফোন চেক করে দেখতে পান, তিনি এখনো ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত আছেন। তখন তাকে মারধর করে পুলিশকে খবর দেন শিক্ষার্থীরা।

ওসি মেহেদী মাসুদ বলেন, “শিক্ষার্থীরা ছাত্রলীগকর্মী আতিকুরকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার নামে মামলা করা হবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়