ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

গাজীপুরে হামলার ঘটনায় ২৩৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫
গাজীপুরে হামলার ঘটনায় ২৩৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩৪

ফাইল ফটো

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে ২৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে আমজাদ হোসেন মোল্লা নামে এক আওয়ামী লীগ কর্মীকে। গ্রেপ্তার করা হয়েছে ৩৪ জনকে।  

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরের সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে মামলাটি করেন।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় নাম না জানা অনেককে আসামি করা হয়েছে।

আরো পড়ুন:

গাজীপুর মহানাগরীর ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে গত শুক্রবার রাতে। খবর পেয়ে গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের নেতারা হামলার প্রতিহত করতে যান। এসময় স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এরপর একদল লোক এসে বাড়িটি ঘিরে ফেলে এবং শিক্ষার্থীদের মারধর করে। ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। ঘটনার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। 

হামলার ঘটনায় আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে একটি মামলার আবেদন করেন। মামলাটি বিকেল সাড়ে ৩টায় রুজু করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে আমজাদ হোসেন মোল্লাকে। এখন পযন্ত ওই মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিক হোসেন বলেন, ‍“হামলাকারীদের মধ্যে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গাজীপুর জেলা ও মহানগর থেকে ৮১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন থেকে ৪১ জন ও জেলার পাঁচটি উপজেলা থেকে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ অ্যান্ড অপস) তাহেরুল হক এবং গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।   

ঢাকা/রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়