ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে গ্রেপ্তার ৭৫  

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে গ্রেপ্তার ৭৫  

ছবি : সংগৃহীত

শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গাজীপুরে অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ৩৫ জন ও জেলা পুলিশ গ্রেপ্তার করেছে ৪০ জনকে। 

গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলায় অপারেশন ডেভিল হান্ট নামের এই অভিযানে বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ জানায়, গতকালের ১৬ জনসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে গাজীপুর জেলা পুলিশের পাঁচটি থানায় মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০জন ফ্যাসিস্ট সরকারের সহযোগী ও আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।”

ঢাকা/রেজাউল/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়