ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে দুদিনে গ্রেপ্তার ১৭৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে দুদিনে গ্রেপ্তার ১৭৫

প্রতীকী ছবি

গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে সিরাজগঞ্জের সাবেক এমপিসহ ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে, মেট্রোপলিটন এলাকা থেকে ৭৯ জন ও জেলা পুলিশ গ্রেপ্তার করেছে ২১ জনকে। এর আগে, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৭৫ জনকে। গত দুই দিনে জেলায় গ্রেপ্তার হয়েছেন ১৭৫ জন।

পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন সদর, গাছা, বাসন, পূবাইল, কোনাবাড়ি, কাশিমপুর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা থেকে ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে জেলা পুলিশ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়