ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেলের জালে ধরা পড়েছে ৮৪ কেজির শাপলা পাতা মাছ 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫
জেলের জালে ধরা পড়েছে ৮৪ কেজির শাপলা পাতা মাছ 

লক্ষ্মীপুরে জেলের জালে ধরা পড়া শাপলা পাতা মাছ (ছবি : সংগৃহীত)

লক্ষ্মীপুরের রামগতিতে জেলের জালে ধরা পড়েছে ২ মণ ওজনেরও বেশি একটি শাপলা পাতা মাছ। মেঘনা নদীতে ইলিশ শিকারি কালু মাঝি প্রথমবারের মতো এতো বড় মাছ পেয়ে আনন্দিত। ঘাটে এনে ডাক উঠানো হয় ৪৬ হাজার টাকা। পরে স্থানীয়দের অনুরোধে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট মাছ ঘাটের আড়ৎদার মো. লিটন বলেন, রবিবার সন্ধ্যায় তার আড়তেই মাছটির দাম হাঁকানো হয়। মাছটি দেখতে ঘাটে উৎসুক লোকজন ভিড় জমায়।

লিটন বলেন, “রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় ইলিশ শিকারের জন্য নদীতে কালু মাঝি জাল ফেলেন। এতে বিশাল আকৃতির শাপলা মাছ ধরা পড়ে। পরে নৌকায় থাকা সকল জেলে জাল টেনে মাছটিকে তুলে নেয়। সেখান থেকে পাটওয়ারীর হাট ঘাটে এনে মাছটির ডাক উঠানো হয়৷ ৪৬ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম উঠে৷ পরে সবার অনুরোধে কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে।” 

কালু মাঝির বরাত দিয়ে লিটন বলেন, “এ প্রথম কালু মাঝির জালে এতো বড় মাছ উঠেছে। এতে কালুসহ সকল সহকর্মী খুব খুশী। একটি বাঁশে বেঁধে কাঁধে করে তারা কয়েকজনে মাছটি ঘাটে নিয়ে আসে।”

ঢাকা/লিটন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়