ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা 

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫  
পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা 

কুষ্টিয়ায় পদ্মা নদীর চরে রাজু (১৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর মন্ডল পাড়া ঘাটে তাকে হত্যা করা হয়।

নিহত রাজু ওই ইউনিয়নের বৈরাগীর চর ভাঙ্গা পাড়া গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার গভীর রাতে বৈরাগীর চর মন্ডল পাড়া ঘাটের কাছে পদ্মা নদীর চরে রাজুকে গুলি করে দুর্বৃত্তরা। রাজু গুলিবিদ্ধ অবস্থায় চরে পড়ে আছে, এ খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। সেখানে চাঁদা আদায় করার অভিযোগ আছে রাজুর বিরুদ্ধে। রাতের আঁধারে পদ্মার চর দিয়ে মাদক পাচার-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে রাজুকে গুলি করে হত্যা করা হতে পারে, এমন ধারণা পুলিশের।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানিয়েছেন, পদ্মার চরে রাজু নামের এক যুবককে গুলি করা হয়েছে। মাদক-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজুর মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়