ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

চট্টগ্রামে ‌‌‘কাপল ডান্স পার্টিতে’ অভিযান, আটক ২৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রামে ‌‌‘কাপল ডান্স পার্টিতে’ অভিযান, আটক ২৫

চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত ‘কাপল ডান্স পার্টিতে’ অভিযান চালিয়ে ২৫ নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। সেখান থেকে ৭০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় এয়াকুব ট্রেড সেন্টার নামক একটি ভবনের সপ্তম তলা থেকে এসব নারী-পুরুষকে আটক করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। 

উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, অবৈধভাবে মাদকের আড্ডা জমিয়ে কাপল ডান্স পার্টি পরিচালনার খবরে পুলিশ এয়াকুব ট্রেড সেন্টারে অভিযান চালায়। ভবনটির সপ্তম তলা থেকে কাপল ডান্স পার্টি চলমান অবস্থায় ২৫ নারী-পুরুষকে আটক করে পুলিশ। এসময় সেখান থেকে ৭০ ক্যান বিয়ার ও একজনকে আটক করা হয়। আটককৃতদের পাঁচলাইশ মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আরো পড়ুন:

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়