ঢাকা     শনিবার   ১৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ২ ১৪৩১

নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি স্থগিত

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৫
নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি স্থগিত

নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণার একদিন পরই স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল হাসান বাবুল কমিটি স্থগিতের আদেশে অনুমোদন দেন। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষতির বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

এর আগে, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) হিমায়েত হুসাইন ফারুককে আহ্বায়ক, শোয়েব মিনাকে সদস্য সচিব এবং ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেলকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা ‍কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়। 

নড়াইল জেলা কৃষক দলের সদ্য সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন জানান, হিমায়েত হুসাইন ফারুক বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেন। তাকে নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক করায় নেতাকর্মীরা হতাশ ছিলেন।

ঢাকা/শরিফুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়