ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থানার ফটকের সামনে টিকটক ভিডিও বানানো আ.লীগ নেত্রীর জামিন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৫  
থানার ফটকের সামনে টিকটক ভিডিও বানানো আ.লীগ নেত্রীর জামিন

বড়াইগ্রাম থানার সামনে টিকটক করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে

নাটোরের বড়াইগ্রাম থানার ফটকের সামনে  ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে নেচে-গেয়ে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে জামিন দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তোহিদুর রহমান সুমন শুনানি শেষে তাকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া। 

আরো পড়ুন:

আরো পড়ুন: ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক করা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

এর আগে, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রামের লক্ষাপুর এলাকার নিজ বাড়ি থেকে শিউলীকে গ্রেপ্তার করে পুলিশ। 

শিউলী নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের সাবেক স্ত্রী। শিউলি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘ফুটবল মার্কা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, থানার কমপাউন্ডের ভেতর মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক ভিডিও বানান আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়