ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরের ৫ ভল্লুকের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৯:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
দিনাজপুরের ৫ ভল্লুকের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

গাজীপুর সাফারি পার্কে আনা কালো ভল্লুক

গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করা পাঁচটি এশিয়ান কালো ভল্লুক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রাণীগুলোকে পার্কের কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এর আগে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী পার্ক থেকে ভল্লুকগুলো উদ্ধার করেন। 

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর সার্বিক দিকনির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, “অভিযানের সময় ওই পার্ক থেকে ভল্লুক ছাড়াও ৪৩টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ছিল ৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, ৫টি রাজ ধনেশ, ২টি শজারু ও ১টি ভোঁদড়। এগুলোর শুধু ভাল্লুকগুলো গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। অভিযানের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখানা।”

অসীম বলেন, “গত ২৬ জানুয়ারি পার্কটিতে প্রথম ধাপের অভিযানে ৭৪টি বন্য প্রাণী জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৫২টি বন্য প্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশির ভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় পরে মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলো নিয়ে আসা হয়।”

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বন্য প্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক জানান, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, “প্রাণীগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে।”

ঢাকা/রফিক/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়