ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভালুকায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫  
ভালুকায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ভালুকায় সিএনজি চালিত অটোরিকশা-মাহিন্দ্র ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন এবং অপর এক যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন (৪০) এবং সাতেঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. হামিদ (৩০)। আহত অটোরিকশা চালক ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে মো. শাহজালাল (৪০)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্র ট্রাকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মনির নামে অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকার ফায়ার সার্ভিস আহত দুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। 

ভালুকায় মডেল থানা উপপরিদর্শক দুলাল চন্দ্র কুন্ডু বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিলন//

সর্বশেষ

পাঠকপ্রিয়