ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৫  
দিনাজপুরে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২ 

ফাইল ফটো

দিনাজপুরের কাহরোল উপজেলায় রংপুর-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোতে থাকা এক নারী শিশুসহ নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রংপুর- দিনাজপুর মহাসড়কে গড়নাড় পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসের ধাক্কায় অটোতে থাকা শিশুসহ এক নারী গুরুতর আহত হলে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার হীরাহাট এলাকার শরিফুল ইসলামের স্ত্রী নারগিস বেগম (৪০) ও রামডুবি গ্রামের শুভ ইসলামের মেয়ে হুমায়রা (২ মাস)।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিকাল ৪ দিকে দিনাজপুর-রংপুর-দিনাজপুর মহাসড়কে কাহারোল উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোর সংঘর্ষ হলে দুজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়