ঢাকা     শনিবার   ১৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ২ ১৪৩১

দিনাজপুরে এখনো হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ১০ ডিগ্রিতে

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
দিনাজপুরে এখনো হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ১০ ডিগ্রিতে

এখনো কনকনে ঠান্ডায় কাঁপছে দিনাজপুরের মানুষ, ছবিটি হিলি স্টেশনের

এখনো হাড়কাঁপানো শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত এ জেলার জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে নিম্ন আয়ের মানুষ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজ সকাল ৬ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯২ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৬ শতাংশ।

তিনি আরও জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬ টার তাপমাত্রা রংপুর ১২.৪, বগুড়া ১৩.৪, ঈশ্বরদী (পাবনা) ১১.৫, যশোর ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/মোসলেম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়