ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে, আহত ৪০
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যাওয়া বরযাত্রীবাহী বাস
ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে এম এম পরিবহনের একটি বরযাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বরিশাল থেকে ৩টি বাস ও একটি মাইক্রোবাস ভর্তি প্রায় ২২০ জন বরযাত্রী নিয়ে নিজ বাড়ি রাজবাড়ীর বিনতপুরে ফিরছিল। পথিমধ্যে ৫০ জন বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৪০ জনের মতো আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, শবে বরাতে নামাজ শেষ করে বের হলে হঠাৎ প্রচণ্ড আওয়াজ শুনে দৌড়ে এসে দেখেন যাত্রীবাহী একটি বাস খাদে পরে উল্টে আছে, তখন বাস ভর্তি যাত্রী ছিল। তারা দ্রুত ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশকে খবর দেন। কালক্ষেপণ না করে দ্রুত বাসের ভিতর আটকা থাকা যাত্রীদের উদ্ধার করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস আই মামুন জানান, এম এম পরিবহনের বরযাত্রীবাহী বাসটি রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। মূলত বিয়ের অনুষ্ঠান শেষ করে বরযাত্রীবাহী বাসটি বরিশাল থেকে ছেড়ে এসে রাজবাড়ীর বিনতপুর যাচ্ছিল।
তিনি আরো জানান, আহত হয়েছে বাসের সব যাত্রী। তবে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, “৯.৫৬ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে আমার একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। উল্টে যাওয়া এম এম পরিবহনের বাস থেকে হেলপারসহ সকল যাত্রীকে নিরাপদে বের করে আনি। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গাড়িটির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
ঢাকা/তামিম/টিপু