ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে বসতঘরে আগুন লেগে আইরিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার সময় শিশুটি ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় ছিল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইরিন ওই গ্রামের আল-আমিনের মেয়ে।

ফায়ার সার্ভিস জানায়, গত রাতে শিশুটিকে ঘরে রেখে পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ শুনতে যান। রাত সাড়ে ১০টার দিকে আগুন লেগে বাড়ির সবগুলো ঘর পুড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা শিশুটি পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরো পড়ুন:

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চার কক্ষের টিনের ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের ভেতর তালাবদ্ধ শিশু আইরিনও মারা যায়। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’’

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়