ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫  
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধায় দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী কোচ ও সবজিবাহী পিকআপ ভ্যান

গাইবান্ধায় ঢাকাগামী যাত্রীবাহী কোচ ও সবজিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে গোবিন্দগঞ্জে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে তারা মিয়া (৩২) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে  ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সবজিবাহী (বেগুন) একটি পিকআপ ভ্যান অতিরিক্ত লোডের কারণে মহাসড়কের চাপড়ীগঞ্জ এলাকায় উল্টে যায়। এসময় পিছনে থেকে ঢাকাগামী মায়ের আশীর্বাদ নামে একটি যাত্রীবাহী কোচ সামনে থাকা ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। 

একই দিন রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ১৮ মাইল নামক স্থানে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে তারা মিয়া (৩২)  নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

নিহত তারা মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে হয়। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী তারা মিয়া মারা যান।

রাতে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের  অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, “আমরা তারা মিয়ার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। এছাড়া অপর সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

ঢাকা/মাসুম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়